সেমিতে রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদ, বার্সার আতলেতিকো

প্রকাশিত:বুধবার, ১২ ফেব্রু ২০২৫ ০২:০২

সেমিতে রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদ, বার্সার আতলেতিকো

ধারণা করা হচ্ছিল কোপা দেল রের সেমিফাইনালে হতে পারে এল ক্লাসিকো। কিন্তু সেটা আর হয়নি।

তবে সম্ভাবনা রয়েছে ফাইনালের হওয়ার। আজ সেমিফাইনালের এই ড্রয়ে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল সোসিয়েদাদকে। আর বার্সেলোনার প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।
কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এই প্রতিযোগিতার এক লেগের হলেও সেমিফাইনাল থেকে দুই লেগে খেলতে হবে দলগুলোকে। আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে প্রথম লেগ। আর দ্বিতীয় লেগে দলগুলো খেলবে আগামী ২ এপ্রিল।

এদিকে কোপা দেল রের প্রথম লেগ ও দ্বিতীয় লেগ ছাড়াও লা লিগায় দেখা হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের। আগামী ১৬ মার্চ মুখোমুখি হবে দুদল। এর আগে চলতি মৌসুমে একবার দেখা হয়েছিল তাদের। সেবার বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে আতলেতিকো।