ছুটির দিনে জমজমাট ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ ফেব্রু ২০২৫ ০২:০২

ছুটির দিনে জমজমাট ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’

ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’। ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। তারা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। তাদের তথ্য দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করছেন বিভিন্ন স্টলে থাকা কর্মীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে চলছে ঢাকা ট্রাভেল মার্ট। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষ স্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এদিন বিকেলে ঘুরে দেখা যায়, ভ্রমণপিপাসুরা টিকিট কেটে মেলা প্রাঙ্গণে ঢুকছেন। মেলায় থাকা বিভিন্ন এয়ারলাইন্স সংস্থা, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটরের স্টলগুলোতে ঢুঁ মারছেন। এক ঝলকে দেখে নিচ্ছেন তাদের মেলা উপলক্ষ্যে অফারগুলো। যাদের অফার পছন্দ করছেন, তাদের বুকিংও দিচ্ছেন মেলায় আগতরা।

মেলায় একটি এয়ার টিকিট কিনলে আরেকটি ফ্রি দিচ্ছে ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্ট ট্রিপ। দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর, নারিতা, আবুধাবি, দুবাই, রোম ও টরন্টো রুটের এয়ার টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে এয়ার এশিয়া। এ অফার মেলা চলাকালীন সময় পর্যন্ত থাকবে।

মেলা উপলক্ষ্যে সি পার্ল বিচ রিসোর্ট তাদের গেস্টদের জন্য সব ধরনের রুমের ভাড়ার ওপর ৪০ শতাংশ ছাড় দিচ্ছে। ওশেন প্যারাডাইস তাদের সব রুমের ভাড়ার ওপর ৬০ শতাংশ ছাড় দিচ্ছে। হোটেল দ্য কক্স টুডে তাদের বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় দিচ্ছে। ডিস্কভারি ট্যুরস ও লজিস্টিক তাদের বিভিন্ন সেবার ওপর ৫ শতাংশ ছাড় ও শূন্য শতাংশ ইএমআই সুবিধা দিচ্ছে।

এদিকে ছুটি রিসোর্ট কক্সবাজার শেয়ার মালিকানা বিক্রি করছে মেলায়। তারা ক্রেতাদের জন্য ১-২ ইউনিটের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় ও ফুল পেমেন্টে ডিনার সেট উপহার দিচ্ছে। ৩-৪ ইউনিটের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় ও ফুল পেমেন্টে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, ৫-৯ ইউনিটের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় ও ফুল পেমেন্টে নেপাল ট্যুর এবং ১০+ ইউনিটের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় ও ফুল পেমেন্টে ৩৫০ সিসির একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বা মালদ্বীপ ও শ্রীলঙ্কা ট্যুরের সুযোগ দিচ্ছে।

মাউন্টিন ক্লাব ট্যুরস নেপালের এয়ার টিকিট কিনলে হোটেল ফ্রি দিচ্ছে। এ ছাড়া তারা থ্রি স্টার মানের হোটেলে থাকার নানা প্যাকেজের আয়োজন করেছে ভ্রমণপিপাসুদের জন্য। ইটস হলিডে লিমিটেড বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

মেলায় আগত সাদিয়া কানিজ বলেন, আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করি। মেলায় বিভিন্ন হোটেল ছাড় দিয়ে থাকে, সেগুলো দেখতে এসেছি। পছন্দ হলে বুকিংও করতে পারি।

আয়োজকরা জানান, এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত ও স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।

৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্রতে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।