৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ ফেব্রু ২০২৫ ০২:০২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নির্ধারিত বৈঠকের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘‘পাল্টা শুল্ক’’ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজকেরটি সবচেয়ে বড়: পাল্টা শুল্ক!!!’’
এদিকে, আজ আর কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন তিনি।
এর আগে, বুধবারও পাল্টা শুল্ক আরোপের বিষয়ে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি কী ধরনের শুল্ক পরিকল্পনার উন্মোচন করবেন, সেটি তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছে। এর ফলে বাণিজ্য যুদ্ধের নতুন ক্ষেত্র চালু হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, মহান তিন সপ্তাহ, সম্ভবত এটিই সর্বোত্তম। তবে আজ সবচেয়ে বড় পাল্টা শুল্ক! মেইক আমেরিকা গ্রেট এগেইন।’’ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বিশ্বের অন্যান্য দেশের আরোপ করা শুল্কের পাল্টায় মার্কিন শুল্ক আরোপের নীতির ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, পাল্টা শুল্ক আরোপের ফলে ভারত এবং থাইল্যান্ডের মতো উদীয়মান বাজারের অর্থনীতিতে শুল্ক ব্যাপক বাড়িয়ে তুলতে পারে। এর ফলে মার্কিন পণ্যে কার্যকর শুল্কের হার বেশি হবে।
তবে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি রয়েছে এমন দেশগুলোর জন্য ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ঝুঁকি কম বলে বিশ্লেষকরা ধারণা করছেন। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘‘চোখের বদলে চোখ, শুল্কের বদলে শুল্ক। একেবারে সঠিক পরিমাণ।’’
চলতি সপ্তাহে নোমুরার এক প্রতিবেদনে ট্রাম্পের শুল্ক নীতির ব্যাখ্যা করে বলা হয়, উদাহরণ হিসেবে ভারত যদি মার্কিন অটোসামগ্রীতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, তাহলে ভারত থেকে অটো আমদানিতেও ওয়াশিংটনের ২৫ শতাংশ শুল্ক থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১