২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ ফেব্রু ২০২৫ ০২:০২
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি বিপ্লব হাসান পলাশসহ ৫০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলার চিলমারী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়ের পর রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয়ও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে সাহেব আলী (১৯) বুধবার মামলাটি দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুর-ই-এলাহী তুহিন, ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া, এবং আওয়ামী লীগ কর্মী জাকিউল ইসলামকে গ্রেপ্তার করে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশাহেদ খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলা এজাহারের সূত্রে তিনি বলেন, গত বছরের ০২ আগস্ট চিলমারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী জনতার মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালায়। হামলায় বাদী সাহেব আলীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাবেক এমপি বিপ্লব হাসান পলাশকে প্রধান আসামি করে মামলা হয়েছে। দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১