৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ১৫ ফেব্রু ২০২৫ ০৩:০২
সময়টা একেবারেই পক্ষে নেই সাকিব আল হাসানের জন্য। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে অলরাউন্ডার সাকিব এখন শুধুই ব্যাটার। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর পার করে দেয়া সাকিব। জাতীয় দলের দরজাটাও একপ্রকার বন্ধই হয়ে গিয়েছে। নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।
এবারে যুক্তরাষ্ট্রের দলেও নিজের জায়গা হারালেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই তালিকায় বাদ পড়েছেন সাকিব আল হাসান।
প্রথম আসরে দলটির হয়ে চার ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছিলেন তিনি। বেশ কিছু ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিল দলটি। সন্তোষজনক পারফরম্যান্স করতে না পারায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স।
শুধু সাকিবই নন, দলে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা। যদিও রিটেনশনে লস অ্যাঞ্জেলসের দলে থেকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন।
এছাড়া একঝাঁক দেশি তথা মার্কিন তারকাকে ধরে রেখেছে দলটি। আলী খান, নীতিশ কুমার, উন্মুক্ত চাঁদরা এই তালিকায় বড় নাম।
২০২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর থেকেই কিছুটা বিতর্কিত হয়ে পড়েন তিনি। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আরও বিপাকে পড়েন সাকিব। একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশ থেকে দূরেই থাকতে হচ্ছে তাকে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১