৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ১৭ ফেব্রু ২০২৫ ০২:০২
সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও ও রিলস দেখি। কিন্তু সব কনটেন্টই যে আমাদের পছন্দ হয়, তা তো নয়! অনেক সময় এমন কিছু ভিডিও বা পোস্ট আমাদের ফিডে আসে, যা বিরক্তিকর বা একেবারেই অপ্রাসঙ্গিক মনে হয়।
এই সমস্যার সমাধানেই ইনস্টাগ্রাম এবার নিয়ে আসছে ‘ডিসলাইক’ ফিচার। অর্থাৎ এবার ব্যবহারকারীরা সরাসরি বোঝাতে পারবেন কোন পোস্ট বা ভিডিও তাদের অপছন্দ।
কী এই নতুন ফিচার?
বর্তমানে ইনস্টাগ্রামে কোনও পোস্ট ভালো লাগলে লাইক বা হার্ট দিয়ে প্রতিক্রিয়া জানানো যায়। তবে অপছন্দের পোস্টের ক্ষেত্রে তেমন কোনও সরাসরি অপশন ছিল না। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ফিডে আসা কোনও পোস্ট বা ভিডিও অপছন্দ হলে ডিসলাইক বাটন ব্যবহার করতে পারবেন।
এই ডিসলাইক অপশন শুধু পোস্টের জন্যই সীমাবদ্ধ থাকছে না, বরং কমেন্ট সেকশনেও থাকছে এই নতুন ফিচার! এর ফলে কোনও কমেন্ট আপত্তিকর বা অনাকাঙ্ক্ষিত মনে হলে, সেটিকেও ডিসলাইক দিয়ে প্রতিবাদ জানানো সম্ভব হবে।
ডিসলাইক অপশন কীভাবে কাজ করবে?
ফিড পোস্টে ডিসলাইক
ইনস্টাগ্রামের মূল ফিডে স্ক্রল করতে করতে যদি কোনও পোস্ট অপছন্দ হয়, তবে সরাসরি ‘ডিসলাইক’ বাটনে ক্লিক করলেই ইনস্টাগ্রাম বুঝতে পারবে এটি ব্যবহারকারীদের পছন্দ হচ্ছে না। এর ফলে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভবিষ্যতে এমন পোস্ট কম দেখানোর চেষ্টা করবে।
কমেন্টেও ডিসলাইক অপশন
শুধু পোস্ট নয়, কমেন্টের ক্ষেত্রেও ডিসলাইক অপশন থাকছে। যদি কোনও কমেন্ট বিরক্তিকর, স্প্যাম, অথবা আপত্তিকর মনে হয়, তবে সেটিতে ডিসলাইক দেওয়া যাবে।
কবে থেকে পাওয়া যাবে এই ফিচার?
ইনস্টাগ্রাম জানিয়েছে, এই ফিচার ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে ধাপে ধাপে সবার জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।
ডিসলাইক ফিচারের উপকারিতা কী?
এই নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দ-অপছন্দ বোঝাতে পারবেন। পাশাপাশি, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য অ্যালগরিদমে পরিবর্তন আনতে পারবে।
যেসব সুবিধা পাওয়া যাবে-
✔ বিরক্তিকর কনটেন্ট কমবে: ডিসলাইক করা পোস্ট ইনস্টাগ্রাম অ্যালগরিদম কম দেখাবে।
✔ স্প্যাম কমেন্ট হ্রাস পাবে: কমেন্ট সেকশনে ডিসলাইক অপশন থাকলে আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
✔ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফিডব্যাক: কনটেন্ট তৈরি করা ব্যক্তিরা বুঝতে পারবেন কোন ধরণের পোস্ট দর্শকদের অপছন্দ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১