নেইমারের প্রতিপক্ষ বাংলাদেশ মাতিয়ে যাওয়া রবসন

প্রকাশিত:সোমবার, ১৭ ফেব্রু ২০২৫ ০১:০২

নেইমারের প্রতিপক্ষ বাংলাদেশ মাতিয়ে যাওয়া রবসন

কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অনেকেই এসেছেন বসুন্ধরা কিংসের সুবাদে। বিশ্বকাপে খেলা ড্যানিয়েল কলিন্দ্রেস পর্যন্ত এসেছিলেন বসুন্ধরার সুবাদে। তবে একজন রবসন রবিনিয়ো যেভাবে ফুটবলের নেশায় বুঁদ করেছেন বাংলাদেশের ভক্তদের সেটা ছিল অনন্য।

২০২০-২১ মৌসুমে রবসন বসুন্ধরা কিংসে যোগ দেন। আক্রমণভাগের এই ফুটবলার নিয়মিত খেলেছেন। অনেক ম্যাচও জিতিয়েছেন। লিগ শিরোপা জয় করেছেন। দলের অধিনায়ক ছিলেন। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রবসন। কিন্তু পারিশ্রমিক জটিলতায় বাংলাদেশ অধ্যায়টা বড় করা হয়নি তার।

গতরাতে নেইমারের সান্তোস ক্লাবের বিরুদ্ধে আগুয়া সান্তা ক্লাবের হয়ে ৭৭ মিনিটে ২১ নাম্বার জার্সিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশ মাতিয়ে যাওয়া এই রবসন। আগুয়া সান্তা ক্লাব থেকেই বসুন্ধরায় এসেছিলেন। আবার সেখানেই ফিরেছেন। ম্যাচে ডিবক্সের ঠিক বাইরে থেকে গোলে শটও নিয়েছিলেন। আচমকা সেটা দেখলে বসুন্ধরা আর বাংলাদেশ ফুটবলের ভক্তরা হয়ত খানিক নস্টালজিয়াতেও ভুগতে পারেন।

ম্যাচটা অবশ্য আগুয়া সান্তা জেতেনি। নেইমারের নৈপুণ্যে জয় পেয়েছে সান্তোস। ৩-১ ব্যবধানে জয়ে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এটি ৫০৩ দিন পর তার প্রথম গোল।

সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করেছেন থাসিয়ানো। আর ৭০ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন গুইলেমে।