৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ১৭ ফেব্রু ২০২৫ ০১:০২
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। গা গরমের ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল।
ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে না পারলেও বোলিংয়ে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। নতুন বলে আঁটসাঁট বোলিং করেছে টাইগাররা। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান ‘এ’ দলকে ৪২ রানের বেশি করতে দেয়নি তারা। বিপরীতে তুলে নিয়েছে দুই উইকেট।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা।
পাকিস্তান ‘এ’ দলের জয়ের জন্য বাকি ৪০ ওভার থেকে আরো করতে হবে ১৬১ রান। তাদের হাতে আছে ৮ উইকেট।
এর আগে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মিরাজ। তাছাড়া ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। তানজিম সাকিবের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩০ রান। তাছাড়া নাসুম আহমেদ করেছেন ১৫ রান। লেজের সারির ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় টাইগাররা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১