রোজার তারিখ ঘোষণা করল কিরগিজস্তান

প্রকাশিত:সোমবার, ১৭ ফেব্রু ২০২৫ ০১:০২

রোজার তারিখ ঘোষণা করল কিরগিজস্তান

পবিত্র রমজান মাস শুরুর প্রহর গুণছেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসল্লি। আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যসহ ইসলামিক বিশ্বের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার তারিখ নির্ধারণ করা হয়েছে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১ মার্চ চাঁদ দেখা কমিটিগুলোর বৈঠক হবে।

তবে সরাসরি চাঁদ না দেখেই বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। দেশটির ইসলাম ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ ‘স্প্রিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব মুসলিম’ জানিয়েছে, আগামী ১ মার্চ হবে রমজানের প্রথম দিন। সে হিসাবে ২৮ ফেব্রুয়ারি রাতে দেশটির সব মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

তারা বলেছে, কাজাখস্তান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তানের বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ করেই রমজান শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। অপরদিকে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে বলেও জানিয়েছে তারা।

এদিকে ইসলামের জন্মভূমি সৌদি আরবেও ১ মার্চ থেকে রমজান শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সৌদির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।