৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৮ ফেব্রু ২০২৫ ০৩:০২
বাংলাদেশ জাতীয় নারী দলে এক যুগেরও বেশি সময় ধরে খেলেছেন সালমা খাতুন। জিতিয়েছেন এশিয়া কাপের মতো টুর্নামেন্টও। তবে গেল দুই বছর খুলনার এই ক্রিকেটারকে আর জাতীয় দলে দেখা যায়নি। ২০২৩ সালে ভারতের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সালমা, সেটাই ছিল এখন পর্যন্ত সাবেক টাইগ্রেস অধিনায়কের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই আসরে মোহামেডানের হয়ে খেলবেন সালমা। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজের খেলা প্রসঙ্গে বলেন, ‘আসলে ওভাবে কোনো সিদ্ধান্ত এখনও নিইনি আমি। আরও দুই বছর হয়তোবা খেলব, তারপর সিদ্ধান্ত নেব কী করব না করব।’
মোহামেডানের স্কোয়াড নিয়ে সন্তুষ্টি জানিয়ে সালমা বলেন, ‘আমাদের দল ভালো হয়েছে। অবশ্যই চেষ্টা করব শেষবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা ধরে রাখার। দলের ওপর আমার আত্মবিশ্বাস আছে। ওরা সবাই চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলবে।’
আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৪৬টি ওয়ানডে এবং ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার সালমা। যেখানে ব্যাট হাতে তিনি ১১২৫ রান এবং অফব্রেক স্পিনে ১৩৬ উইকেট শিকার করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে, আবাহনী দলের অধিনায়ক ফারজানা হক পিংকি বলেন, ‘আমার দলটা নিয়ে আমি খুব আশাবাদী। আমার দলের সবাই পেশাদার। সবাই খুব ক্ষুধার্ত ভালো খেলতে। আমার দলের ক্রিকেটাররা সবাই মোটামুটি মানের। এই দলটি নিয়ে যদি মাঠের লড়াইয়ে সেরাটা দিতে পারি, তাহলে আবাহনীর জন্য ইতিবাচক ফল পাওয়া সম্ভব।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১