‘ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনাই নয়’

প্রকাশিত:মঙ্গলবার, ১৮ ফেব্রু ২০২৫ ০৩:০২

‘ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনাই নয়’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের যে পরিকল্পনা করছেন, তার বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য রিচার্ড ব্লুমেন্থাল।

পাশাপাশি গাজা উপত্যকার পুনর্গঠন বিষয়ক নতুন পরিকল্পনা আনতে আরব অঞ্চলের নেতাদের আহ্বানও জানিয়েছেন তিনি।

ট্রাম্প যে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন, ব্লুমেন্থাল সেই রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা। আজ সোমবার ইসরায়েল সফরে গিয়েছেন ব্লুমেন্থালসহ সিনেটের ৬ জন সদস্য। এদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় দলের সিনেটর রয়েছেন। ব্লুমেন্থাল ব্যতীত বাকি ৬ সিনেটর হলেন লিন্ডসে গ্রাহাম, শেলডন হোয়াইটহাউস, জনি আর্নস্ট, অ্যাডাম স্কিফ এবং অ্যান্ডি কিম। শেলডন হোয়াইটহাউস এবং অ্যান্ডি কিম ডেমোক্রেটিক পার্টির।

ইসরায়েলে পৌঁছানোর পর দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের গাজা দখল করার পরিকল্পনার কঠোর সমালোচনা করে ব্লুমেন্থাল বলেন, “আমি কোনো রাখঢাক না রেখে একদম সোজাসুজি বলছি— ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনাই নয়। এটি পুরোপরি একটি অ-পরিকল্পনা এবং যদি এর বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।”

“আজ গাজা দখলের জন্য সেনা পাঠানোর যে ঘোষণা তিনি দিয়েছেন— সেই সেনাবাহিনী চলে জনগণের করের টাকায়। করদাতাদের অর্থে এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা তার জন্য অসম্ভব হবে।”

আরব অঞ্চলের নেতাদের গাজা পুনর্গঠন সংক্রান্ত একটি পরিকল্পনা হাজির করার আহ্বান জানিয়ে ব্লুমেন্থাল বলেন, “আমি জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাকে বলেছেন, আরব অঞ্চলের নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শিগগিরই এমন একটি পাল্টা পরিকল্পনা হাজির করবেন, যা মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বাস্তবসম্মত হবে এবং ফিলিস্তিনিদের স্বাধীকারের অধিকারকে সমুন্নত রাখবে।”

“আমি সেই পরিকল্পনাটি উপস্থাপনের জন্য আরব নেতাদের আহ্বান জানাচ্ছি। যদি সত্যিই তারা একটি বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে তা হবে এই অঞ্চলের জন্য গেম-চেঞ্জার।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সিনেটর লিন্ডসে গ্রাহাম সিনেটর রিচার্ড ব্লুমেন্থালের বক্তব্যকে সমর্থন করে বলেন, “একজন আইনপ্রণেতা হিসেবে বলছি, সিনেট ও প্রতিনিধি পরিষদের (পার্লামেন্টের নিম্নকক্ষ) অল্প কয়েক জন সদস্য ট্রাম্পের গাজা বিষয়ক পরিকল্পনাকে সমর্থন করেন। অন্যান্যরা এই ইস্যুতে প্রেসিডেন্টের সঙ্গে নেই।”

প্রসঙ্গত, চলতি ফেব্রুয়ারির শুরুর দিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করতে ওয়াশিংটন গিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকের আগে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ট্রাম্প ঘোষণা করেন যে গাজা উপত্যকার দখল যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। ট্রাম্পের এই ঘোষণা বিশ্বকে কার্যত হতবাক করে দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে ট্রাম্পকে সমর্থন দেন এবং তার এই ঘোষণকে ‘যুগান্তকারী’ বলে আখ্যায়িত করেন।