এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন অসুস্থতায় সায়রা বানু

প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ ফেব্রু ২০২৫ ০৪:০২

এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন অসুস্থতায় সায়রা বানু

কিংবদন্তী সংগীতশিল্পী এ আর রহমানের সঙ্গে সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা। দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদের পথে হেঁটেছেন রহমান-সায়রা। এর আগে তাদের বিচ্ছেদের চর্চায় সায়রা বানু, জানিয়েছিলেন গত কয়েক মাস ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ।

তিনি জানিয়েছিলেন এই মুহূর্তে চেন্নাইতে নেই। কিন্তু রহমানকে কটূক্তি না করতে অনুরোধ করেছিলেন। রহমানকে একজন রত্ন, বিশ্বের সেরা মানুষ বলেও অভিহিত করেছিলেন সায়রা।

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থতা বাড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এমনকি অস্ত্রপ্রচারও হয় সায়রার। কিন্তু এই মুহূর্তে সুস্থ আছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, সায়রা তার দ্রুত আরোগ্য কামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনদের। এবং রহমানকেও মানসিকভাবে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এআর রহমান। এই দম্পতির ঘরে খাতিজা, রাহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে। কিন্তু একে অপরের সঙ্গে মনে দূরত্ব তৈরি হওয়ায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।