‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’

প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ ফেব্রু ২০২৫ ০৪:০২

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’

প্রতিবারের মতো এবারও আসছে ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। “তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে” এই স্লোগানে এবারের জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। এছাড়া এবার ভোটার দিবস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই অভ্যত্থানে আতদের নিয়ে উদযাপন করবে ইসি।

নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ এর স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালে প্রথম জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার উপস্থিত ছিলেন।

২০২০ সালে দ্বিতীয় জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সালে তৃতীয় জাতীয় ভোটার দিবস থেকে ২০২৪ সালের ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি ও নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে আরও বলা হয়েছে, এবারের সপ্তম জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আমন্ত্রণ জানানো যেতে পারে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে ৪-৬ জনকে আমন্ত্রণ জানানো যেতে পারে।