ভাষা শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল করল শিবির

প্রকাশিত:শুক্রবার, ২১ ফেব্রু ২০২৫ ০১:০২

ভাষা শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল করল শিবির

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমানসহ অনেকে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। পরে তারা ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, দোয়া মৃত ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ উপহার। এর মাধ্যমেই ২১শে ফেব্রুয়ারির প্রথম ওয়াক্তে আমরা ভাষা শহীদদের স্মরণ করেছি। পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ