বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা, কেরানীগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার, ২১ ফেব্রু ২০২৫ ১২:০২

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা, কেরানীগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বংশাল এলাকায় মনিরুল ইসলাম অপু (৫৫) হত্যা মামলার আসামি সাইদুর রহমান সরদারকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া গ্রামীণ ব্যাংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি সাইদুরের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।