তেজগাঁওয়ে মাথায় ইট পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত:শনিবার, ২২ ফেব্রু ২০২৫ ০৩:০২

তেজগাঁওয়ে মাথায় ইট পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্য কুনিপাড়া এলাকায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় উপর থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আক্তার হোসেনের ছেলে মাহিন হোসেন বলেন, আমরা তেজগাঁও মধ্য কুনিপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা। আমার বাবা সন্ধ্যার দিকে বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল। এ সময় বাসার পাশ দিয়ে মসজিদে যাওয়ার সময় উপর থেকে একটি ইট বাবার মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকা থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। তার আত্মীয়-স্বজনের কাছ থেকে জানতে পারি নামাজ পড়তে যাওয়ার সময় মাথায় ইট পড়ে তিনি মারা যান। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।