১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ২২ ফেব্রু ২০২৫ ০৩:০২
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, ১৫ বছর যে জুলুমের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে, সে জুলুমের বিচার আমরা কীভাবে পাব? আমরা মনে করি, এখানে বিচারহীনতার সংস্কৃতি, জবাবদিহিহীনতার সংস্কৃতি একমাত্র ফ্যাসিস্ট তৈরি করবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই রেভুলোশনারি অ্যালায়েন্স আয়োজিত তথ্যচিত্রের প্রদর্শনী ‘জুলাইয়ের বীর কন্যা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, আমরা যেভাবে ভাবতে চাই, যখন একটা বিচার হয়, তখন ভাবি বাকি সমস্যাগুলো কমে আসবে। যখন একটা বিচার হয় না, তখন পর পর অনেকগুলো বিচার হয় না। আমরা আগেও দেখেছি যে যখন নির্বাচনের সময় এসেছে, শুধু ধানের শীষে ভোট দেওয়ার জন্য কীভাবে নারীকে ধর্ষণ করা হয়েছে। যেন একটা নির্দিষ্ট এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকে যে ধানের শীষে ভোট দিলে একজন নারীকে কীভাবে শাস্তি পেতে হবে। এটারও বিচার হয়নি।
তিনি বলেন, আমাদের আর কোনো উপায় নেই। আমাদের প্রয়োজন একজন নারী ব্রিগেড। এ রেভ্যুলেশনের সব এসেন্স যারা ধারণ করবে তারাই ব্রিগেডের অংশ হয়ে উঠবে। তার জন্য নারীদের একটা সেপারেট মনোযোগ প্রয়োজন। কারণ তাদের সমস্যাগুলোর একটা আলাদা মাত্রা আছে। আমাদের নারীদের যে স্পিরিটটা আছে সেটা কাজে লাগাতে হবে। কারণ আমাদের সামনে অনেক বড় লড়াই আছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১