২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ২৩ ফেব্রু ২০২৫ ০২:০২
সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে অভিনেতা আজাদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আজাদের স্ত্রী ও তার মাকেও মারধর করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, জিরাবো এলাকার নিজ বাড়িতে স্ত্রী ও তার মাকে নিয়ে বসবাস করেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ ভোরে দুইজন দুর্বৃত্ত তাদের বাড়ির রান্না ঘরের জানালা কেটে প্রবেশ করে।
এসময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বুঝতে পেরে বাইরে এলে দুর্বৃত্তরা আজাদের দুই পায়ে তিন রাউন্ড গুলি করে। একই সময় তার স্ত্রীকেও রান্না করার কড়াই দিয়ে আঘাত করে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরায় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, দুর্বৃত্তরা রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এসময় আজাদ বুঝতে পেরে বাইরে বের হলে তার দুই পায়ে গুলি করে।
তার স্ত্রী বের হলে তাকেও মারধর করে পালিয়ে যায় তারা। তাদের বাড়ির কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১