২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:সোমবার, ২৪ ফেব্রু ২০২৫ ০২:০২
জামালপুর: জামালপুর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের বকুলতলা মোড় থেকে মিছিলটি বের হয়েছে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, সাবেক ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান জিলানীসহ অনেকে।
বক্তারা বলেন, বিগত আট বছর ধরে দেওয়া জামালপুর জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের রহমানের নির্দেশ মতো কমিটি দেওয়া দাবি জানান তারা।
নতুন কমিটি না দেওয়া হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১