২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:সোমবার, ২৪ ফেব্রু ২০২৫ ০৩:০২
মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে আগুন লেগে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। তবে, হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর মোট ১২ জন ফায়ারকর্মী দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনে এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, আগুনে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১