২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৫ ফেব্রু ২০২৫ ০২:০২
বেনাপোল (যশোর): বেনাপোলে ঢাকা টু বেনাপোল অন্তঃনগর ট্রেন রূপসী বাংলায় কাটা পড়ে লাভলু হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাভলু হোসেন সাতক্ষীরা জেলার রইচপুর এলাকার মৃত আসলাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি আমড়াখালি এলাকায় পৌঁছালে ট্রেনলাইনের উপর শুয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১