১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৫ ফেব্রু ২০২৫ ০৩:০২
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হৃদয় রায় প্রদীপ। অন্যজন একই উপজেলার বাগধা ইউনিয়ন যুবলীগ সদস্য রানা হাওলাদার।
ওসি অলিউল ইসলাম জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুরসহ ছিনিয়ে নিয়ে যায়।
ছাত্রদল নেতা শাহেদকে মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুরের মামলায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১