নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে ঢাবিতে হাতাহাতি

প্রকাশিত:বুধবার, ২৬ ফেব্রু ২০২৫ ০১:০২

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে ঢাবিতে হাতাহাতি

ঢাকা: স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে। পদবঞ্চিত হওয়ার অভিযোগ এনে একদল শিক্ষার্থী হট্টগোল শুরু করলে এর জেরে এই হাতাহাতি ও মারামারি হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ কমিটিকে ‘প্রহসনের কমিটি’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের একদল তরুণ সংবাদ সম্মেলনস্থলে মিছিল নিয়ে এসে স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় নতুন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে আগে থেকে সেখানে অবস্থান করা শিক্ষার্থীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মারামারিতে জড়ান শিক্ষার্থীরা। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন এবং সংবাদ সম্মেলন দুই ঘণ্টা পিছিয়ে যায়।

বিকেল ৩টায় এ সংগঠনের আত্মপ্রকাশের কথা থাকলে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরা থেকে এসেছেন দাবি করা একদল শিক্ষার্থী স্লোগান দিয়ে প্রবেশ করেন। পরে নতুন সংগঠনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা সংগঠনের নাম ও মোটো উল্লেখ করে স্লোগান দেওয়া শুরু করেন। তারা বলেন, ‘শিক্ষা ঐক্য, মুক্তি, মুক্তি’।

রিফাত রশীদের নামে মিছিল দেওয়া শিক্ষার্থীরা জানান, উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদকে কমিটিতে না রাখায় তারা এই কমিটিকে প্রহসনমূলক আখ্যা দিয়ে বিক্ষোভ করছেন তারা। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কমিটি তারা মেনে নেবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখতে হবে।

যদিও পরে ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে রিফাত রশীদের নাম পাওয়া যায়।

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে আত্মপ্রকাশ করা এ সংগঠনের প্রাথমিকভাবে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব পদে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক পদে তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী এবং মুখপাত্র পদে আশরেফা খাতুন রয়েছেন।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আহ্বায়ক পদে আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ, সদস্যসচিব পদে মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল-আমিন, মুখ্য সংগঠক পদে হাসিব আল ইসলাম এবং মুখপাত্র পদে রাফিয়া রেহনুমা হৃদি রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ