২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ ফেব্রু ২০২৫ ০৪:০২
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তুলনামূলক খর্ব শক্তির আফগানদের কাছে হারায় জস বাটলারের নেতৃত্বের সমালোচনা করেছেন অনেকেই। দলের প্রয়োজনে অধিনায়কত্ব ছাড়তে রাজি আছেন বলে জানিয়েছেন বাটলার।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তারা। এরপর আফগানিস্তানের বিপক্ষে আট রানে হারে ইংলিশরা।
এদিকে ব্যাট হাতেও সময়টা খারাপ যাচ্ছে বাটলারের। ওয়ানডেতে সবশেষ ২০ ইনিংসে কেবল দুটি হাফ সেঞ্চুরি করেন তিনি। ২০২৩ সালের শুরুর দিকে শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এরপর আইপিএলে সেঞ্চুরি পেলেও জাতীয় দলে ব্যর্থ তিনি।
নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বাটলার বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা কঠিন এবং কোনো ধরনের আবেগতাড়িত সিদ্ধান্ত নিতে চাই না আমি। তবে এটা অবশ্যই বলতে হবে যে, সব ধরনের সম্ভাবনাই বিবেচনা করতে হবে।’
‘আমি উপভোগ করেছি (নেতৃত্ব)। অনেককে বলতে শুনেছি, আমার সঙ্গে এটা যায় না। তবে আমি এটা উপভোগ করি, চ্যালেঞ্জটা গ্রহণ করি। অবশ্যই ম্যাচ হারতে ও এই ধরনের ফলাফল পেতে ভালো লাগে না। সবকিছু যখন ঠিকঠাক হচ্ছে না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে ‘আমি কি সমস্যার অংশ নাকি সমাধানের? আমার মনে হয়, এটাই আমাকে খুঁজে বের করতে হবে।’-যোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১