১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ ফেব্রু ২০২৫ ০৩:০২
দখলদার ইসরায়েলের পারদেস হান্নার কারকুর জংশনে গাড়ি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়ি হামলার পরপরই হামলাকারী ব্যক্তিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, “গাড়িটি গতি নিয়ে কারকুর জংশনে একদল লোকের ওপর হামলা করে। এখান থেকে হামলাকারী গাড়িতে আবারও গতি তৈরি করে একটি পুলিশের গাড়ির দিকে যায় এবং সেটিকে আঘাত হানে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দেয়, আটক করে এবং হত্যা করে।”
সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেত ধারণা করছে, হামলাকারী ফিলিস্তিনি নাগরিক। তার বাড়ি উত্তর পশ্চিমতীরে। এই ব্যক্তি এক আরব ইসরায়েলিকে বিয়ে করেছেন এবং ইসরায়েলে বেশ লম্বা সময় ধরে অবস্থান করছিলেন। এর আগে অবশ্য সংবাদমাধ্যমটি জানিয়েছিল, হামলাকারী একজন আরব ইসরায়েলি।
পরবর্তীতে পুলিশ জানায়, হামলাকারী ব্যক্তি হলেন ৫৩ বছর বয়সী এক ফিলিস্তিনি। তিনি জেনিনের বাসিন্দা এবং ইসরায়েলি নারীকে বিয়ে করে অনুমতি ছাড়া ইসরায়েলে অবস্থান করছিলেন।
দখলদার ইসরায়েলি সেনারা গত কয়েক মাস ধরে পশ্চিমতীরের জেনিন শরণার্থী ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়ে আসছে। এতে করে সেখানকার ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এছাড়া অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন সময়ই আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দখলদার ইসরায়েলে গাড়ি হামলার ঘটনা ঘটল। ধারণা করা হচ্ছে, হামলার শিকার ব্যক্তিরা বাসের জন্য সেখানে অপেক্ষা করছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১