১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ০২ মার্চ ২০২৫ ১২:০৩
চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি মো. মাহাবুবুর রহমান (৫২), ফাতেমা বেগম (৩৮), মো. আতিকুর রহমান (৩২), মো. আরিফ (২৯), মো. জাহাঙ্গীর আলম (৪৩), সুমন প্রকাশ আনোয়ার (৩০), অনু হাসান প্রকাশ অনু (২৫), খায়ের মোহাম্মদ রাহুল (২৬), মো. আমির হোসেন আকাশ ওরফে বাবু (২৫), মো. ফয়সাল (৩৩), আবলু বশর (৫২), মো. শাকিল হোসেন (২৭), মো. এরমান (২৫), মো. মানিক (৪৫), মো. নজরুল ইসলাম ওরফে নাজু মিয়া (২৬), তৌহিদুল ইসলাম তানভীর (২০), মোহাম্মদ শুভ (২৩), মো. ফারুক রহমান (৩৪), মোহাম্মদ জুনায়েদ (২৩), আল আমিন (২৫), মো. রনি (২৪) মো. জাহিদুল ইসলাম সাকিব (২৫), ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন (৫২), মো. মাঈনুর ইসলাম মামুন প্রকাশ রনি (২০), মো. জামাল (২৬), বড় উঠান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সরওয়ার (৩৭), মো. আমিন গাজী (২৪), মো. ইমাম হোসেন ওরফে আরকাব (২১), মো. রাব্বি (২২) ও মো. মনির হোসেন আবির (৩৫)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনকে গ্রেপ্তার করা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১