১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ০২ মার্চ ২০২৫ ০৪:০৩
গাজীপুর: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের কমিটি ঘোষণার পর নতুন কমিটির সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেছেন। এছাড়া তারা ঘোষিত এ কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।
নতুন এ কমিটিতে বিবাহিত, অছাত্র, অনুপ্রবেশকারী ছাত্রলীগ এবং শিবিরের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ তুলেন পদত্যাগ করা নেতারা।
শনিবার (১ মার্চ) এ কমিটির অনুমোদন প্রদান করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
নতুন এ কমিটিতে মো. আশরাফুল হককে সভাপতি মো. রুকন আলীকে সিনিয়র সহসভাপতি, মো. জামিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আক্তার হোসেন সিকদারকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
কমিটি ঘোষণার পর রাতেই এ কমিটির সভাপতি, কয়েকজন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫জন নেতা পদত্যাগ করেন।
নব গঠিত কমিটির সভাপতি মো. আশরাফুল হক বলেন, তিনিসহ ডুয়েট ছাত্রদলের ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। নবগঠিত কমিটিতে শিবিরের স্বার্থ প্রতিষ্ঠা করা হয়েছে। শিবিরের অনুপ্রবেশকারীকে পদায়ন করায় ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করা সম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১