১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ০৩ মার্চ ২০২৫ ০১:০৩
নওগাঁ: নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার সভাপতি অমিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বাড়ি সাহাগোলা এলাকায় বলে জানা গেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, গ্রেপ্তার অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে।
সেই মামলার পরিপ্রেক্ষিতে দুপুরে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১