২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ ০৩:০৩
ভোলার বোরহানউদ্দিন লঞ্চঘাটে বোরহানউদ্দিন-ঢাকা নৌরুটে চলাচলকারী এমভি মানিক-১ নামের লঞ্চের পাখা পরিষ্কার করতে নদীতে নেমে নিখোঁজ ইঞ্জিন মেকানিক মো. তাজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বোরহানউদ্দিন লঞ্চঘাট থেকে প্রায় ২০০ মিটার দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
নিহত তাজুল ইসলাম লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের মোসলে উদ্দিনের ছেলে। এর আগে গতকাল বুধবার বিকেলে লঞ্চের পাখা পরিষ্কার করতে নদীতে নেমে তিনি নিখোঁজ হন।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস, লঞ্চ স্টাফ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট থেকে বোরহানউদ্দিন লঞ্চঘাটে আসে এমভি মানিক-১ নামের লঞ্চটি। যাত্রাপথে মাঝ নদীতে লঞ্চের পাখায় জাল পেঁচিয়ে যায়। বুধবার বিকেলে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে লঞ্চের পাখা পরিষ্কার করার জন্য নদীতে নামেন ইঞ্জিন মেকানিক তাজুল ইসলাম। একপর্যায়ে ১০-১৫ মিনিট পরও তিনি পানির ওপরে না উঠায় বিষয়টি সন্দেহ হলে লঞ্চের অন্যান্য স্টাফরা নদীতে নেমে তার খোঁজ করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নিখোঁজ তাজুল ইসলামকে উদ্ধারে চেষ্টা চালান। ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় গতকাল রাতে উদ্ধার সমাপ্ত করে এবং বরিশাল থেকে ডুবুরির একটি টিম এনে আজ সকাল থেকে ফের উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। পরে আজ দুপুরের দিকে লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১