২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ ০৪:০৩
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে ময়মনসিংহ শহরের জিলা স্কুল এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। এ ছাড়া তিনবারের বাঘবেড় ইউপি চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি ছাড়াও নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। সম্প্রতি তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১