নারীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি : সেই যুবক হৃদয় গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার, ১০ মার্চ ২০২৫ ০৩:০৩

নারীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি : সেই যুবক হৃদয় গ্রেপ্তার

অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

সোমবার বিকেল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, একটা ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায়— পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে।

এটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করছেন। তিনি আরও বলছেন যে হিজাব না পড়লে ধর্ষিত হবেন এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন।

অভিযুক্ত যুবকের বক্তব্য হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা বলে বার্তায় উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর। তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।