উন্নয়ন কাজের জন্য ১৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে মিরপুরের যে সড়ক

প্রকাশিত:মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ০৪:০৩

উন্নয়ন কাজের জন্য ১৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে মিরপুরের যে সড়ক

সংস্কার ও উন্নয়ন কাজের জন্য মিরপুর ডিওএইচএস সংলগ্ন মেট্রেরেল উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এমপি চেকপোস্ট পর্যন্ত সড়ককে ১৩ মার্চ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জনস্বার্থে প্রকল্পের কাজের আওতায় মিরপুর ডিওএইচএস সংলগ্ন মেট্রেরেল উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কে সংস্কার, উন্নয়ন কাজ চলমান আছে। এই উন্নয়ন কাজ চলাকালীন সময়ে আগামী ১৩ মার্চ পর্যন্ত যানবাহন ও পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা যাচ্ছে।

মকবুল হোসাইন বলেন, আগামী ১৪ মার্চ সকাল থেকে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।