বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ০৪:০৩

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন (৪৮) মারা গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত গোলাম হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়া মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার ভাড়া বাসায় থাকতেন। আর রিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ওই সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা গেছেন।

এ বিষয়ে কথা বলতে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসানের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ছাড়াও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।