ধানক্ষেতে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র

প্রকাশিত:শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১২:০৩

ধানক্ষেতে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) উপজেলার গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি গ্যাস গান, একটি শটগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে।