শাহরুখের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিষেক

প্রকাশিত:শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ০১:০৩

শাহরুখের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিষেক

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’-র সাফল্যের পর দর্শকরা অপেক্ষায় আছেন বলিউড কিং শাহরুখ খানের নতুন সিনেমার জন্য। আবারও কবে পর্দায় নতুন ধামাকা নিয়ে আসবেন কিং খান তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, এবার সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ অভিনীত ‘কিং’ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ছবিতে সুহানা খান, অভিষেক বচ্চন এবং অভয় বর্মাকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ২০২৫ সালের মে-জুন মাসে শুরু হবে শুটিং।

প্রতিবেদন অনুসারে, অভিষেক ‘কিং’ সিনেমায় নিজের চেহারায় বড় পরিবর্তন আনতে প্রস্তুত। যেখানে সিদ্ধার্থ আনন্দ তাকে সম্পূর্ণ নতুন অবতারে পর্দায় ফিরিয়ে আনবেন। অভিষেক ইতোমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছেন।

অ্যাকশন থ্রিলারে শাহরুখের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডায়েট থেকে অভিনয় চর্চা, বেশ কিছু বিষয় এখন থেকেই মেনে চলছেন অভিষেক বলে খবর।

অভিষেক তার চেহারার এই রূপান্তরের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করতে ভীষণ ভাবে আগ্রহী। এটি শাহরুখ খানের সঙ্গে তার প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয়। ‘কিং’ সিনেমায় তার চেহারা দেখে অবাক হবে দর্শকও। দু’জন স্ট্রং অভিনেতার মুখোমুখি হওয়া দর্শকের জন্যও উপহার বলা চলে।

মে ও জুনের দিকে মুম্বাইয়ে ‘কিং’-এর শুটিং শুরু হবে। এরপর ইউরোপেও হবে শুটিং। শাহরুখ খান, সুহানা খান এবং অভিষেক বচ্চনের পাশাপাশি ছবিটিতে একজন বড়মাপের অভিনেত্রীও থাকবেন। নির্মাতারা শাহরুখের বিপরীতে ১৫-২০ দিনের প্রধান নারী চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোন বা করিনা কাপুরকে দেখা যেতে পারে।