২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১২:০৩
সারাদেশে মাঠ পর্যায়ের ৬০টি নির্বাচন অফিস সম্প্রসারণ করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সার্ভার স্টেশনের জন্য এই অফিসগুলো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসির সহকারী প্রধান খ. ম. আরিফুল ইসলাম এই অফিসগুলো সম্প্রসারণে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে সম্প্রতি চিঠি দিয়েছেন।
ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের অফিস ভবনগুলোর সম্প্রসারণের লক্ষ্যে সিনিয়র সচিবের সভাপতিত্বে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ও সহকারী স্থপতি (স্থাপত্য অধিদপ্তর) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গত ১৩ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসি আরও জানায়, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা পর্যায়ে ৫১টি জেলা সার্ভার স্টেশন (F টাইপ) ও ৯টি আঞ্চলিক নির্বাচন অফিস (C ও D টাইপ) এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। জেলা সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর এবং আঞ্চলিক সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১