২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বুধবার, ১৯ মার্চ ২০২৫ ০৫:০৩
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক দল থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ছিদ্দিকুর রহমান জানান, ২০১৭ সালে তিনি উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদে যোগ দেন। এরপর মাদরাসার উন্নয়নের জন্য ২০১৯ সালে আওয়ামী লীগের কাঁঠালিয়া উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেন। তবে বর্তমানে তিনি ছারছিনা হুজুরের মতাদর্শে বিশ্বাসী এবং সেখানকার বর্তমান পীর সাহেব ও তাদের সংগঠন জমিয়াতে হিজবুল্লাহর গঠনতন্ত্র অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকা যাবে না। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, দলে থাকা অবস্থায় আমি কোনো অন্যায় কাজ করিনি, ব্যক্তিস্বার্থেও কোনো কাজ করিনি। আমি আজ স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হব না। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১