১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ২৭ অক্টো ২০২৪ ১২:১০
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযান চালিয়ে ডা. মো. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডা. মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি পৌর শহরের মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার আব্দুর খালেক মিয়ার ছেলে।
জানা যায়, গত ৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িযা এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের মারধর এবং বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি ডা. মো. আবু সাঈদ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন বলেন, যৌথ অভিযানে ডা. মো. আবু সাঈকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের আবেদন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১