রাকিবুলের স্পিন জালে ফেঁসে গেল রাজশাহী

প্রকাশিত:রবিবার, ২৭ অক্টো ২০২৪ ০৩:১০

রাকিবুলের স্পিন জালে ফেঁসে গেল রাজশাহী

প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছিল রাজশাহী বিভাগ। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেননি রাজশাহীর ব্যাটাররা। রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণিতেই যেন আটকে গেছে তারা। এই তরুণ স্পিনার শিকার করেছেন ৮ উইকেট। তাতেই ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে ঢাকা মেট্রো।

রাজশাহীর ৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছিল ঢাকা মেট্রো। সেখান থেকে ২৩৩ রান করে অল আউট হয়েছে মেট্রো। ফলে প্রথম ইনিংসেই ১৫৬ রানের লিড নিশ্চিত করে দলটি।

আগের দিনের অপরাজিত ব্যাটার শামসুর রহমান এদিন হাফ সেঞ্চুরি তুলে নেন। তিনি ১৬৫ বলে ৬৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলেছেন। আবু হায়দার রনি খেলেছেন ৫৯ বলে ৪৩ রানের ইনিংস। ৮০ বলে ২২ রান করেছেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার তাহজিবুল ইসলাম।

রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম ৩টি উইকেট নিয়েছেন। ২ উইকেট করে নিয়েছেন শফিকুল ইসলাম, সাব্বির হোসেন ও মেহরব হোসেন। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী অল আউট হয়েছে ১৬৬ রান করে।

দলটির হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেছেন সাব্বির। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আউট হয়েছেন ২১ রান করে। আর ২৪ রানের ইনিংস খেলেছেন প্রিতম কুমার। আর কেউই বলার মতো রান করতে পারেননি। ওপেনিং জুটিতেই ১০১ রান তুলে ফেলেছিল রাজশাহী।

যদিও দুই ওপেনার ফেরার পর শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া। আর মাত্র ৬৫ রানের মধ্যে বাকি ৯ উইকেট হারায় দলটি। মেট্রোর বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম এদিন একাই গুঁড়িয়ে দিয়েছেন রাজশাহীর ব্যাটিং লাইনআপ। ৫৬ রানে তিনি নিয়েছেন ৮ উইকেট।

প্রথম শ্রেনির ক্রিকেটে যা তার সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ডও। আশরাফুল ইসলাম সিয়াম নিয়েছেন একটি উইকেট। ফলে মেট্রোর সামনে মাত্র ১১ রানের লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য ২.১ ওভারেই পেরিয়ে গেছে মেট্রো। ফলে মাত্র ২ দিনেই জয়ের মুখ দেখল দলটি। আনিসুল ইসলাম ১৩ ও তাহজিবুল ১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।