‘আজও ভুলতে পারিনি’, শাহরুখ প্রসঙ্গে কেন একথা বলেছেন হুমা কুরেশি

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩১ অক্টো ২০২৪ ০৩:১০

‘আজও ভুলতে পারিনি’, শাহরুখ প্রসঙ্গে কেন একথা বলেছেন হুমা কুরেশি

বিশ্বজুড়ে অগণিত সাধারণ মানুষের পাশাপাশি বহু জনপ্রিয় বলি-অভিনেতা, অভিনেত্রীরা শাহরুখ খানের ভক্ত। এমনই একজন অভিনেত্রী হুমা কুরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন কেন শাহরুখ তার সব থেকে প্রিয় তারকা?

‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিখ্যাত এই অভিনেত্রীর সঙ্গে শাহরুখের প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। তখনও বড়পর্দায় পা রাখেননি হুমা। বলিপাড়ায় একেবারে নতুন।

তবে প্রথম সাক্ষাতেই একজন আনকোরা নয়া অভিনেত্রীর সঙ্গে যে ব্যবহার করেছিলেন শাহরুখ, তা দেখে মুগ্ধ হয়েছিলেন হুমা। সেই বিজ্ঞাপনে শাহরুখের অন্তঃসত্ত্বা স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল হুমাকে।

অভিনেত্রীর পায়ে নিজের হাতে নেলপালিশ পর্যন্ত পরিয়ে দিয়েছিলেন কিং খান। শাহরুখ যখন এই কাণ্ডটি করছেন তখনও বিশ্বাস করে উঠতে পারছিলেন না হুমা যে তার সঙ্গে কী হচ্ছে।

সেই বিজ্ঞাপনের শুটের কাজ শেষ হওয়ার পর নিজের মাকে ফোন করে এ ঘটনার কথা জানিয়েছিলেন হুমা। সঙ্গে এও বলেছিলেন,‘ ঈশ্বর বলে নিশ্চয়ই কেউ কোথাও রয়েছে কিন্তু না থাকলে আজকে এই ঘটনাটা ঘটতো না আমার সঙ্গে। ঈশ্বর না থাকলে আমার সব থেকে প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেতাম না আমি।’