আইএসইউ ল’ সোসাইটির যাত্রা শুরু

প্রকাশিত:রবিবার, ০৩ নভে ২০২৪ ১২:১১

আইএসইউ ল’ সোসাইটির যাত্রা শুরু

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) যাত্রা শুরু করলো আইএসইউ ল’ সোসাইটি। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে কেককেটে সোসাইটির সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় আগামীর জন্য প্রস্তুত হচ্ছে আইএসইউর আইন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের আইন পেশার জন্য পেশাদ্বারিত্বের সঙ্গে গড়ে তুলতে আইএসইউ ল’ সোসাইটিকে কাজ করার পরামর্শ দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, আইন বিভাগের চেয়ারপার্সন রাশেদ আহমেদ, আইএসইউ ল’ সোসাইটির মডারেটর ও সিআরডিপির পরিচালক মাহবুবুর রহমান ও আইন বিভাগের শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ