৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ০৩ নভে ২০২৪ ০১:১১
ভুয়া তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করলে বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করলে সংশ্লিষ্ট ব্যক্তির নামে ফৌজদারি মামলা দেবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (০৩ নভেম্বর) ইসির এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার নির্দেশনাটি সব থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন বা সংশোধন সংক্রান্ত জাল-জালিয়াতির উদ্দেশ্যে জাল বা ভুয়া তথ্য দিয়ে কোনো নাগরিক ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করলে উক্ত ভোটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ে অথবা সাধারণ ডায়েরি করতে হবে।
এর আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক অনিয়ম, দুর্নীতির ক্ষেত্রেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনায় বলা হয়েছিল, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১