রাষ্ট্রীয় গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত:সোমবার, ০৪ নভে ২০২৪ ০২:১১

রাষ্ট্রীয় গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩

রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত গোপন ও স্পর্শকাতর নথি চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সহকারী এলিয়েজের ফেল্ডস্টেইনসহ ৩ জনকে। রোববার তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট।

তবে এলিয়েজের ফেল্ডস্টেইন ব্যতীত বাকি তিনজনের নাম প্রকাশ করেনি শিন বেট। তবে বলা হয়েছে যে আদালতের নির্দেশে চারজনকে হেফাজতে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার ইসরায়েলের দৈনিক হারারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত কিছু সংবেদনশীল নথি চুরি হয়েছে এবং চোররা বিদেশি পত্রিকার কাছে এসব তথ্য বিক্রি করেছে।

হারারেৎজে এই প্রতিবেদন প্রকাশের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা হলো এই চার জনকে। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও রোববারের বিবৃতিতে জানিয়েছে শিন বেট।

এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় দুই নেতা ইয়াইর লাপিদ এবং বেনি গান্টজ এ ঘটনায় নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছেন।

সোমবার রাজধানী জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় দুই নেতা বলেন, “এই সরকার এবং সরকারপ্রধান যে ব্যর্থ— তার একটি বড় প্রমাণ এই নথি চুরির ঘটনা। নেতানিয়াহু এমন সব লোকজনকে নিজেদের আশেপাশে রেখেছেন, যাদের কারণে যে কোনো সময়ে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।”

কোন বিদেশি পত্রিকার কাছে এসব গোপন নথি বিক্রি করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি দৈনিক হারারেৎজ বা শিন বেট। তবে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ‘বিল্ড’ নামের জার্মানিভিত্তিক সাময়িকী কিনেছে এসব নথি।

নেতানিয়াহুর দপ্তর থেকে অবশ্য এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটি নেতানিয়াহুর। ১৬ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন তিনি।

তার বিরুদ্ধে কিছু দুর্নীতির মামলা রয়েছে। সেসব মামলার রায় হলে প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ারও ঝুঁকির মধ্যে পড়বে। কিন্তু গাজা ও লেবাননে যুদ্ধের কারণে সেসব মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ