আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর, আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি

প্রকাশিত:সোমবার, ০৪ নভে ২০২৪ ০৩:১১

আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর, আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি

ছোট পর্দার বর্তমান সময়ের দুই অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। দুজনেই একসঙ্গে জুটি বেধে দীর্ঘদিন পর্দায় কাজ করেছেন। তাদের সেই কাজের সূত্র ধরেই ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন।

তবে তানিয়া বৃষ্টি দাবি করেন, আরশের সঙ্গে তার প্রেম নেই। দুজনের সম্পর্কটা অনেকটা ‘ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড’র মতো।

মাসখানেক আগেই আরশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তানিয়া বলেন, ‘একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।’

তানিয়া বৃষ্টির এই বক্তব্যে ভালোভাবে নেনন আরশ খান। ফেসবুকে অভিনেত্রীর নাম না উল্লেখ করেই তাকে ইঙ্গিত করে পরোক্ষভাবে একটি স্ট্যাটাস দেন তিনি।

যেখানে আরশ খান লিখেছেন, ‘ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।’

এরপরই দু’জনের মধ্যকার সম্পর্কের ভাঙন স্পষ্ট হয়ে ওঠে ভক্তদের কাছে। একসঙ্গে কাজ করাও বন্ধ করে দেন এই জুটি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে আবারও আরশ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন তানিয়া। যেখানে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।’

রেগে থাকার কারণ ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আরশের সঙ্গে কী অবস্থা? তখন বলেছিলাম, ‘আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরিফিরি ভাই-ব্রাদারের মতো।’ সে ‘ভাই-ব্রাদারটা’ কোট করেছে। কেন ভাই-ব্রাদার বললাম, এ কারণে হয়তো রেগে আছে।

এরপর আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আরশকে বলতে চাই, তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও আমিই উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুই আমার কাছে ওই রকম ভাই-ব্রাদার যে, তুই আমার এভরিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ, কবিতা লিখা বন্ধ কর আর আমাকে নিয়ে কথা বলাও বন্ধ কর।’