১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ০৪ নভে ২০২৪ ০৩:১১
পটুয়াখালীর গলাচিপায় ১৭টি কচ্ছপসহ সুকলাল বিশ্বাস নামে একজনকে আটক করেছে বনবিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া তার কাছে থেকে উদ্ধার কচ্ছপগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে পটুয়াখালী গলাচিপা উপজেলা বন্যাতলী খেয়াঘাট এলাকায় কচ্ছপ পরিবহনকালে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক সুকলাল গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের সৈলেন বিশ্বাসের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গলাচিপা বনবিভাগ, ও এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা ১৭টি কচ্ছপসহ পরিবহনকারীকে হাতেনাতে আটক করেন।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর (৬ ও ২৬) ধারা অনুযায়ী সুকলালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা। এছাড়াও গলাচিপা রেঞ্জ অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, বনবিভাগের বিএম মো. নাইম হোসেন খাঁন, অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেলসহ গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিতিত ছিলেন।
গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, সুকলাল বিশ্বাস নামে এক ব্যক্তি কিছু সংখ্যক কচ্ছপ হয়ত বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করছিল।
খবর পেয়ে আমরা তাকে আইনের আওতায় নিয়ে এসেছি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ১ বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত কচ্ছপগুলো উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১