৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৫ নভে ২০২৪ ১২:১১
দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বাগ্দানের ছবি বাবা নাগা অর্জুন আক্কিনেনি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন বেশ আগেই। তারপর থেকেই চলছিল জল্পনা, কবে বিয়ে করছেন নাগা-শোভিতা। এবার প্রকাশ্যে এল বিয়ের তারিখ। আগামী ৪ ডিসেম্বর চার হাত এক হবে তাদের। সেই থেকে হৈ হৈ রৈ রৈ অবস্থা দুই হবু দম্পতির বাড়িতে।
গত ৮ আগস্ট হায়দেরাবাদে যখন দুই তারকার বাগদান সম্পন্ন হয়, তার আগে কাক-পক্ষীও টের পায়নি। এবার বিয়ে। শোনা যাচ্ছে জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তারা। তবে আক্কেনেনিদের পারিবারিক অন্নপূর্ণা স্টুডিওতেও নাকি বেশ কিছু আয়োজন করা হচ্ছে। শোনা যাচ্ছে, সেখানেও মণ্ডপ বাঁধার কাজ চলছে।
প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিওতে অবস্থিত বানজারা হিল্সে। ৬০টিরও বেশি ছবির শ্যুটিং হয়েছে সেখানে। তা হলে কি সিনেমার সেটেই বিয়ের সারবেন নাগা-শোভিতা? ধোঁয়াশা রয়েছে।
তবে জানা গেছে, বিয়েতে তেমন কোনও এলাহি আয়োজন নয়, বরং অনুষ্ঠানটা পারিবারিক রাখতে চান অভিনেতা যুগল। ২০১৭ সালে সামান্থার সঙ্গে যখন বিয়ে হয়, নাগার সেই সময় গোয়াতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করেছিলেন তারা। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও তেমনটাই করবেন কি না সেটাই দেখার।
আবার, একদিকে নাগা-শোভিতার বিয়ে নিয়ে যেমন হৈচৈ, অপরদিকে একান্ত যাপনে রয়েছেন সামান্থা। দীপাবলির সময় থেকেই রাজস্থানে রয়েছেন। এমন খবরে নেটিজেনদের অভিমত, হয়তো প্রাক্তনের বিয়ের খবরে শান্তির খোঁজে একান্ত সময় কাটাচ্ছেন সামান্থা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১