১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ০৬ নভে ২০২৪ ০৩:১১
সংযুক্ত আরব আমিরাতে আজ (বুধবার) থেকে নতুন সিরিজে নেমেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামলেও এখনও স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও নাহিদ রানা দেশে আটকে আছেন। অবশেষে তাদের ভিসা জটিলতা কেটেছে।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ভিসা জটিলতা কাটিয়েছেন এই দুই ক্রিকেটার। ফলে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় তারা আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন। এর আগে নির্ধারিত সময়ে আমিরাতের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে দেশটিতে যেতে পারেননি নাসুম-রানা। ফলে তাদের ছাড়াই ১৩ জনের দল থেকে একাদশ গড়তে হয়েছে টাইগারদের।
আফগান সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। মূলত কাঁধের চোট থাকায় তানজিম হাসান সাকিবকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি। এ ছাড়া প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন আলোচিত স্পিনার নাসুম আহমেদ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পরবর্তী সিরিজেই তিনি দলে ফিরলেন।
এদিকে, আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করেছে আফগানিস্তান। শুরুতে বিপর্যয়ে পড়লেও, হাশমতউল্লাহ শহিদী ও মোহাম্মদ নবির ফিফটিতে তারা চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৩৬ রান।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১