৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৮ নভে ২০২৪ ০১:১১
সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুলতান আহমদকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়জুল হোসেন (৬৫) নয়াগাঁও গ্রামের আব্দুল লতিফের (লতই) ছেলে। আর অভিযুক্ত সুলতান আহমদ একই গ্রামের আব্দুল জলিলের (জলই) ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়াগাঁও গ্রামের ফয়জুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তার পরিবারের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে শুক্রবার ফজরের নামাজের পর নিহত ফয়জুল হোসেন ও সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান আহমদ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ফয়জুল হোসেনকে কোপাতে থাকলে সে বাড়ির উঠানে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘাতক সুলতানকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১