হামাসের হাতে জিম্মি আরও চারজনের মৃত্যু হয়েছে, জানাল ইসরায়েল

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ ১০:০৬

হামাসের হাতে জিম্মি আরও চারজনের মৃত্যু হয়েছে, জানাল ইসরায়েল

নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চার ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ হামাসের জিম্মায় আছে।

নিহত চারজন হলেন ব্রিটিশ–ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল (৫১), চেইম পেরি (৭৯), ইয়োরাম মেতজার (৮০) ও আমিরাম কুপার (৮৫)।

ইমরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চার ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

হামাস গত মাসে দাবি করেছিল, গাজা উপত্যকায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাভ পোপেলওয়েল নামের এক জিম্মির মৃত্যু হয়েছে।

ওই সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পরে আর কখনোই ব্রিটিশ–ইসরায়েলি নাদাভ পোপেলওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়নি।

নাদাভসহ বাকি তিনজনকে গত বছরের ৭ অক্টোবর গাজার পাশের কিবুতজেস এলাকা থেকে জিম্মি করেছিল হামাস।

ওই দিন ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। জিম্মি করা হয় প্রায় আড়াই শ মানুষকে। এসব তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষের।

ইসরায়েলে হামাসের হামলার জবাবে ওই দিন গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে যুদ্ধ চলছে। গাজা এখন যেন ধ্বংস নগরীতে রূপ নিয়েছে। প্রাণ গেছে ৩৫ হাজারের বেশি মানুষের।

এর মাঝে গত নভেম্বরে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তখন ১০৫ জন বেসামরিক জিম্মিকে মুক্ত করেছিল হামাস। কিন্তু যুদ্ধবিরতি শেষে আবার ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চালু হয়ে যায়।