৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ০৯ নভে ২০২৪ ১১:১১
সিটি ব্যাংক পিএলসি এবং এসএসএলকমার্জের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে এসএসএলকমার্জ সিটি ব্যাংক পিএলসিকে ওমনী চ্যানেল বিল পেমেন্ট সেবা দেবে। ঢাকায় সিটি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এসএসএলকমার্জ-এর পরিচালক রায়ান এস. ইসলাম এবং সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসএসএলকমার্জ-এর ই-কমার্স সার্ভিস প্রধান মো. সগীর আহমেদ, ই-কমার্স সার্ভিস ডেপুটি ম্যানেজার সাইফুর রহমান এবং পার্টনারশিপ ম্যানেজমেন্ট টিম এক্সিকিউটিভ মো. আবতাব করিম, সিটি ব্যাংক পিএলসি-র হেড অব ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস ডিভিশন মুজতানিবুল আহমেদ, হেড অব ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড চ্যানেলস সৈয়দ ইব্রাহিম সাজিদ এবং ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড চ্যানেলের ম্যানেজার নাজনীন সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির অধীনে, এসএসএলকমার্জের ওমনী চ্যানেল বিল পেমেন্ট সেবা সিটি ব্যাংক পিএলসি-র ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ সিটি টাচে সম্পূর্ণরূপে সংযুক্ত হবে। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা আরও বিস্তৃত বিল পেমেন্টের সুবিধা উপভোগ করতে পারবেন। এই কেন্দ্রীভূত প্ল্যাটফর্মটি বিভিন্ন সেক্টর মার্চেন্টদের সঙ্গে সংযুক্ত, যার মধ্যে রয়েছে আইএসপি, বিমা, শিক্ষা এবং টিকিটিং।
অনুষ্ঠানে এসএসএলকমার্জের পরিচালক রায়ান এস. ইসলাম এবং সিটি ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান তাদের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার এবং ডিজিটাল পেমেন্টের অগ্রগতির জন্য তাদের দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী ধারণা শেয়ার করেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১